মা কে  নিয়ে কিছু কথা – Words About A Mother

মা কে নিয়ে কিছু কথা – Words About A Mother

This blog post was written by Sharmistha Mistry, a young adult from the Jagatpur community in Kolkata where we work. These are her beautiful thoughts on a mother and motherhood.

নিস্বার্থভাবে যদি কেউ ভালোবেসে থাকে তবে সেটা মা
কোনো
আশা আঙ্কাক্ষা ছাড়া আমাদের ভালোবেসে চলেছে
“আচ্ছা মা” বলতো তুমি কী দিয়ে তৈরি??
শত আঘাত লাগা সত্বেও তুমি আমাদের বিন্দুমাত্রও বুঝতে দাওনা I
জানি তুমি “মা” তাও তার আগে তুমি তো একটা রক্তে মাংসে তৈরি মানুষ না কি!
আচ্ছা!! আমি যে রোজ তোমায় বলি যাও আমার তোমায় প্রয়োজন নেই
তুমি তখন ওমন হাসো কেন??
এই সেদিনও বললাম যাও আমি খাবো না তুমি খেয়ে নাও
কই তুমি তো একা খেলে না!
জানি তুমি মা ! তবুও নিজেকে নিয়ে  একটুও কেন ভাবো না!
এই যে আমাদের তোমরা সব মায়েরা মিলে খালি একই কথা বলো “আমি ছাড়া তোর এই রাগ , জেদ , অভিমান কেউ সহ্য করবে না!”
সত্যি কী তোমরা ছাড়া কেউ আমাদের এমন নিস্বার্থ ভালো বাসবে নাহ?
ঠিক আছে বাবা আজ না হয় একটু আগেই খেয়ে নাও বললেও
কেন তুমি আমায় ছাড়া খাও না
আাচ্ছা দেখবে আজ আমি তোমার থেকেও ভালো রান্না করবো দেখে নিয়ো…………..মাআআআআআআ ও মা
দেখো না মাছ টা উলটাতে পারছিনা
তখন তোমার বকুনি আর কান মোলা
বুঝিয়ে দেয় তুমি ছাড়া আমি অসম্পূর্ণ
জানি তো আমি তোমায় ছাড়া কিছুই পারবো না
চলো মা আজ তোমায় আমার মতো করে একটু সাজাই প্লিজ্
তখন তুমি বলো “নাহ্ বাপু আমি ওমন সাজ সাজব না , তুই সাজ”
তবে যখন তোমার ওই প্রিয় শাড়িটা পড়ে সাজি তখন তো সবার চেয়ে বেশি তুমিই প্রশংসা করো
এই যে দেখো তোমায় আমি একটুও ভালোবাসি না বললেও
তুমি এটাই যেনো যে সবচেয়ে বেশি আমিই তোমায় ভালোবাসি
এই যে তোমায় যে খালি বলি তুমি আামায় একটুও বোঝো না
জানি তখন তোমার খারাপ লাগে, কষ্ট হয়,
কিন্তু কি করবো বলো আমারো যে খুব খারাপ লাগে কষ্ট হয়
>আমি তোমায় খুব ভালোবাসি
তাই তোমার প্রতি আমার অভিমানটাও একটু বেশি
হয়তো কখনো মুখ ফুটে তেমন বলা হয় না তোমায়
যে ,আমি তোমাকে কতোটা ভালোবাসি
তা বলে এই না যে তোমায় কষ্ট পেতে দেখে আমার কষ্ট হয় না
আমার ও অনেক কষ্ট হয় আমি বলতে পIরি না I
মান অভিমান সব চলবে তবুও ভালোবাসা কখনো কমবে না দেখো তুমি
আর হ্যাঁ ওই বিয়ের সময় আমি কিন্তু বলতে পIরবো না যে “মা আমি তোমার সব রূণ
করে দিলাম”
কারণ আর যাই হোক তোমার এই ভালোবাসার রূণ আমি শোধ করতে পারবো
না I

“আজ খুব ইচ্ছে করলো মা কে নিয়ে কিছু লিখি তবে ভাবছি মা কে নিয়ে কী বা লিখবো সে যে সব লেখার বাস্তব রূপ সব লাইনের আসল মানে তাকে নিয়ে কি বা লেখা যাবে “এই যে অমানবিকতার মাঝেও মা আমাদের অবিরাম আগলে রেখেছে অসম্ভব ভালোবেসেছে আর কি দরকার আমাদের” তাই আজ এই বিশেষ দিনে আমি মা কে নিয়ে নতুন কিছু না লিখে, নতুন কিছু না বলে, মায়ের  ভালোবাসা আমাদের প্রতি এটাই বললাম”  “ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা” সবাই কে জানাই মাতৃ দিবসের “প্রণাম”ও”ভালোবাসা” I কারণ প্রতিদিনই মা দিবস I

আমি এটাই বিশ্বাস করি যে
মনুষত্ব্য যেখানে শূণ্য
মাতৃত্ব্য সেখানে অনন্য!!

Translation In English

If there is anyone who can love unconditionally, it’s a mother, a person who continues to love without any vested interest.

“Hey Mom, what are you made of that even in the face of adversities and challenges you never let us realize it?”
“I know you are a Mother, but aren’t you also a human with feelings and emotions?” “Sometimes when I tell you, I don’t need you, why do you look at me with a smile?”

The other day when I told you I don’t want to eat, you did not eat either and continued waiting for me to eat. I know you are a mother, but why don’t you think about your well being too?

When all you mothers tell us children that no one will tolerate our anger, our mood swings and tantrums except you, is it true that indeed no one else will? Anyway, why don’t you go ahead and eat instead of waiting for me today? I know you still will not eat no matter how many times I tell you to.

On certain days I feel that I will be an even better cook than you. Yet when I fail, I immediately realize and remember that I am incomplete without you, I know I cannot do anything without you.

Sometimes when I wish to dress you up, you don’t let me. Yet when I wear your favourite saree, you are the one who praises me the most. “Hey Mom, even though I sometimes tell you that I don’t love you, I want you to know that I love you the most.”

I know I sometimes complain that you don’t understand me, I know it hurts you, but it hurts me too. I love you the most but I also know that sometimes I end up hurting you the most.
I know we will have lots of fights and disagreements, but I want you to know that the love between us will never wither, it will stay fresh through all seasons. When I get married and go to my husband’s house, I will still forever stay indebted to you for you have given me your all.

I thought of writing something about you today, but what can I even write, words fall short to describe you. In a world where humanity seems to be fading away with every passing day, a world where love seems to be so fragile and conditional, you have loved me with your all, what more can I even want? What more can I even desire?

Hence, on this auspicious day, rather than writing something new about my mom, rather than saying something new about her, I pray that every mother would have a beautiful, healthy and fruitful life.

I believe where humanity ends, motherhood starts. Wishing every mother a Happy Mother’s day, because every day is Mother’s day!